#অ্যাপবাজার #প্রোগ্রামিং খেলা - ১

April 16, 2017

#অ্যাপবাজার #প্রোগ্রামিং খেলা - ১

 

প্রিয় #অ্যাপবাজারিয়ান, প্রোগ্রামিং নিয়ে একটা খেলা খেললে কেমন হয় সবাই মিলে! তিনটি নিশ্চিত উপকার হবে এতে -

১. নিজেদের শুরুর দিকের কোডিং করার মজার স্মৃতি রোমন্থন করা হবে।

২. #নতুন প্রোগ্রামারদের সুবিধা হবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স, স্টাইল এবং স্ট্রাকচার বুঝার জন্য।

৩. লজিক আসল ব্যাপার, নির্দিষ্ট ল্যাংগুয়েজ একটি গৌণ বিষয় - নতুনদের মাথায় এই ধারণা পাকাপোক্ত করে বসিয়ে দেয়া।

 

খেলার নিয়ম: #অ্যাপবাজার পেজে (https://www.facebook.com/appbajar/) প্রতি সপ্তাহে একটি করে খুব সাধারণ প্রবলেম দেয়া হবে, অভিজ্ঞ আপনারা চেষ্টা করবেন যত ধরণের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আছে, সবগুলোতেই নূন্যতম একটি করে হলেও সমাধান দেবার। সমাধান গুলো আপনাদের জন্য খুব সহজ হলেও নতুন প্রোগ্রামারদের অনেক কাজে লাগবে আশা করি। আমরা সবাই চেষ্টা করবো যেন হুবুহু সমাধান সাবমিট না করা হয়। একই সাথে আরো অ্যাপবাজারিয়ানকে জানানোর জন্য আমরা ইভেন্ট টি শেয়ার করতে ভুলবো না। প্রথম সমস্যাটি আমি দিলাম, পরের গুলো আপনাদের থেকে নেয়া হবে।

 

* পুরো মাসে যিনি বেশি স্বতন্ত্র সঠিক সমাধান দেবেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

* সমাধান একমাত্র অ্যাপবাজার পেজের পোস্টে কমেন্ট আকারে দিতে হবে। এতে করে সকল সমাধান একসাথে পাওয়া যাবে। পোস্ট লিংক: https://www.facebook.com/appbajar/posts/1670402399931000

 

গেম - ১, একটি প্রোগ্রাম লিখুন যা দুটি তালিকার ডেটা গুলোকে একের পরে একটি করে সমন্বয় করে। উদাহরণস্বরূপ: ইনপুট হিসেবে [a, b, c] এবং [1, 2, 3] দুটি তালিকা দেওয়া হলে, প্রোগ্রামটি [a, 1, b, 2, c, 3] প্রিন্ট/রিটার্ন করবে।

 

কমেন্টে সমাধান দেবার নিয়ম:

 

১. প্রথমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম:

২. কোড

৩. ইনপুট

৪. আউটপুট

 

#প্রোগ্রামিং কে কেউ যেন আর না করে হেলা, শুরু হয়ে যাক অ্যাপবাজার প্রোগ্রামিং খেলা!